Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.
Internship Brain Station-23
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ইন্টার্নশিপের জন্য কাপ্তাই এর মতো সুন্দর জায়গা ও সুন্দর জীবন দুটোই ছাড়ার সময় মনে শত সংকোচ ছিলো, পরবর্তী জীবন আদৌ সুখের হবে কিনা! যে মন ভরা আনন্দ নিয়ে কাপ্তাই ছেড়ে এসেছিলাম, সেই আনন্দের সিকিভাগ আদৌ থাকবে কিনা কারন শুনেছিলাম ঢাকার মানুষ ভীষন যান্ত্রিক, কাজ ছাড়া কিছুই বুঝেনা। পন্ডিত এ ইন্টার্নশিপ করা শুরু করলে সেই ভুল অনেকটুকু ভাঙলো আমাদের। ট্রেনিং ইনস্টিটিউট হলেও যেভাবে আপন করে নিয়েছিলো সবাই সেটাতে মুগ্ধ না হয়ে উপায় ছিলো না। তিন মাসের ট্রেনিং এ বেশিরভাগ সময় আমরা (ফুল ব্যাচ) পন্ডিত এই কাটিয়েছি। শেখার পাশাপাশি ক্লায়েন্ট থেকে কাজ বুঝে নেওয়া, সফটওয়্যার ডেভেলপ করার কাজও করেছি আমরা। প্রোগ্রামিং এর সত্যিকার এর সৃষ্টিসুখ পাওয়া শুরু করেছি পন্ডিত থেকে। পরবর্তিতে পন্ডিত এর রিকোমেন্ডশনে দেশসেরা একটি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে দেশ সেরা ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করতে গেলে পন্ডিত এর ওয়ার্কিং এনভারমেন্ট, লেগে থাকার অভ্যাস, কমিউনিকেশন, প্রব্লেম সলভিং মাইন্ডসেট এইসব বিষয়গুলো ভীষন ভাবে হেল্প করেছিলো। আনাড়ি প্রোগ্রামার হয়েও দেশের সেরা ইঞ্জিনিয়ারদের সাথে সাচ্ছন্দ্যে কাজ করেছিলাম আলহামদুলিল্লাহ। যার জন্য পন্ডিত এর প্রতি আমি কৃতজ্ঞ। পন্ডিত এর জন্য অনেক শুভকামনা। নিজে একজন পন্ডিত হিসেবে চাই, পন্ডিত অনেক অনেক দূর এগিয়ে যাক।